ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার কারাবন্দি দিবসে রাজধানীতে আলোচনা সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
শেখ হাসিনার কারাবন্দি দিবসে রাজধানীতে আলোচনা সভা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

এ সময় উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ সভাপতি মাহবুব আলম শান্তি, আকবর আলি চৌধুরী, মো. আবুল হোসেন, অ্যাডভোকেট রেজাউল করিম হিরন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অ্যাড. শামীমা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, নাজমুল ইসলাম পানু,হিজবুল বাহার রানা অর্থ সম্পাদক মো. নাজির মিয়া, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম রেজা, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সম্পাদকমণ্ডলীর সদস্য ডা. মুজিবুর রহমান মিয়াজী, অ্যাড. জামাল হোসেন মুন্না, মো. রাশেদ খান, রাশিদা চৌধুরী, আশরাফুল ইসলাম স্বপন প্রমুখ।

সভা ও দোয়া মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আত্মস্বীকৃত নব্য রাজাকারদের অশোভন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও রাষ্ট্রবিরোধী আন্দোলনের প্রতিবাদে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে দোয়েল চত্বর অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।