ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারত এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
ভারত এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে: এ্যানি

লক্ষ্মীপুর: ভারত এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, বিগত দিনগুলোতে ভারত থেকে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী কোনো সহযোগিতা আসেনি।

তারা একটা সরকার ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে। আজ সেই সরকার গণআন্দোলনের মুখে বিতাড়িত হয়েছে এবং দেশত্যাগ করেছে। কিন্তু এখনো ভারত ষড়যন্ত্র বন্ধ করেনি। বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে ষড়যন্ত্রের শিকার। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে যাচ্ছি। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বর্তমান বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে এ্যানি বলেন, এ বন্যা প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৃষ্টির কারণে নয়, ভারতের পানি ফেনী-লক্ষ্মীপুরে এসে মেঘনা নদীতে প্রবাহিত হচ্ছে। এটি শুধু এ অঞ্চলের পানির প্রবাহ না, এগুলো ঢলের পানি। এটার সঙ্গে একটা ষড়যন্ত্রের সম্পর্ক রয়েছে।

এ্যানি বলেন, বন্যাকবলিত এলাকায় প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভায় বিএনপির নেতাকর্মীরা টিম অনুযায়ী কাজ করছে। এছাড়া সাধারণ মানুষও বিভিন্নভাবে এগিয়ে আসছে। সব শ্রেণিপেশার জনতাকে নিয়ে একটা কন্ট্রোলরুম খোলা হয়েছে। যার মাধ্যমে প্রত্যেক এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

ত্রাণ বিতরণের সময় বিএনপি এবং এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।