ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সাইবার ট্রাইব্যুনালে মামলায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:৩৬ পিএম, সেপ্টেম্বর ২৯, ২০২৪
সাইবার ট্রাইব্যুনালে মামলায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা দুলু

নীলফামারী: বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা খারিজ করে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।  

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করেন।

শুনানি শেষে তাকে অব্যাহতি দিয়ে মামলা খারিজ করে দেন বিচারক ড. আব্দুল মজিদ।

সাইবার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করেন আসাদুল হাবিব দুলু। আসামিপক্ষের আইনজীবী প্রায় ২৫ জন জামিনের আবেদন করলে শুনানি শেষে মামলাটি খারিজ করে তাকে খালাস দেন বিচারক ড. মো. আবদুল মজিদ।

২০২৩ সালে ১৩ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ডিজিটাল মাধ্যম তথা ফেসবুকে ব্যঙ্গাত্মক ও কটূক্তিমূলক প্রপাগান্ডা এবং প্রচারণা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মাহাফুজ উন নবী ডন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এসআরএস

বাংলাদেশ সময়: ৯:৩৬ পিএম, সেপ্টেম্বর ২৯, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ