ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মতিয়া চৌধুরীর দাফন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মতিয়া চৌধুরীর দাফন মতিয়া চৌধুরী

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের সাবেক উপনেতা ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্বামী বরেণ্য সাংবাদিক বজলুর রহমানের কবরে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মতিয়া চৌধুরীর দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়।

পরে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকালে মতিয়া চৌধুরীর মরদেহ নেওয়া হয় রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার বাসভবনে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ৷ জানাজা শেষে আওয়ামী লীগের ব্যানারে এবং পরে দৈনিক সংবাদ পরিবারের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানা হয়। এরপর বেলা সাড়ে ১২টার দিকে মতিয়া চৌধুরীর মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়।

পরিবর্তিত পরিস্থিতিতে মতিয়া চৌধুরীর জানাজায় আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকে দেখা যায়নি। তবে দলটির সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে আজাদ মসজিদে দেখা গেছে।

এছাড়া আওয়ামী লীগের লীগের কর্মী, কমিউনিস্ট পার্টি (সিপিবি), ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন কর্মীদের দেখা যায় জানাজায়।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে আজাদ মসজিদের দক্ষিণ পাশের গেটে মতিয়া চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এখানেও আওয়ামী লীগ ও দলটির সভাপতির নামে আলাদা করে শ্রদ্ধা জানানো হয়।

এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। মরদেহবাহী গাড়ি আজাদ মসজিদের গেট থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কয়েক জন কর্মী দুই-একবার স্লোগান দেন। এ সময় তারা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নামেও স্লোগান দেয়। এ সময় আজাদ মসজিদ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।

এদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’খ্যাত মতিয়া চৌধুরী গতকাল বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

স্বজনরা জানান, তার পরিবারের পক্ষ থেকে বুদ্ধিজীবী কবরস্থানে নতুন জায়গা চাওয়া হয় ৷ সেটা না পাওয়া যাওয়ায় স্বামী বজলুর রহমানের কবরে মতিয়া চৌধুরীকে দাফন করার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।