ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হাসিনাকে আসামি করে মামলা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হাসিনাকে আসামি করে মামলা হবে

নারায়ণগঞ্জ: ঢাকার রাজপথে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার ঘটনায় পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে মামলা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ।

শুক্রবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মাঈনুদ্দিন আহমেদ বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে কোরআন ও সুন্নাহর আলোকে এমন সমাজ গড়তে চায় যেখানে সবাই সহজেই আল্লাহর সব আহকাম মেনে চলতে পারবে। একটা ২৮ তারিখ ছিল ২০০৬ সালের। ২০২৪ সালের ২৮ অক্টোবর সামনে। এদিন ঘটনা কী ঘটেছিল তা আপনারা জেনেছেন।

‘সেদিন তারা চেয়েছিল জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করতে। জামায়াতের তৎকালীন শীর্ষ নেতাদের সেদিন তারা হত্যা করতে চেয়েছিল। সেটা না পেরে সাধারণ নেতা-কর্মী ও মানুষকে লগি-বৈঠা দিয়া ওরা পিটিয়ে মেরেছে। ’

জামায়াতের এ নেতা বলেন, সেই ২৮ তারিখের কমপক্ষে একমাস আগে (তৎকালীন বিরোধীদলীয় নেত্রী) শেখ হাসিনা বলেছিলো—‘লগি-বৈঠাসহ যার কাছে যা আছে নিয়ে আসবে, সব মানুষকে পিটিয়ে মেরে ফেলতে হবে। ’ সে কারণে সারা দেশে শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হবে। এ সরকারের কাছে দাবি, এদের আইনের আওতায় এনে এমন বিচার করতে হবে যেন এটা দৃষ্টান্ত হয়ে থাকে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র ত্বকীকে হত্যা করেছিল যারা, সেই খুনি পরিবারটি পালিয়েছে। আমরা সেই মেধাবী ছাত্র ত্বকীর হত্যার বিচারও দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এমআরপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।