ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বোয়ালমারীতে উদ্বোধনের পরদিনই বিএনএমের কার্যালয়ে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
বোয়ালমারীতে উদ্বোধনের পরদিনই বিএনএমের কার্যালয়ে ভাঙচুর

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে উদ্বোধনের একদিন পরেই বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলনের (বিএনএম) অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  

এ সময় দুর্বৃত্তরা ‘খুনি হাসিনার দোসর শাহ জাফর নিপাত যাক, হই হই রই রই শাহ জাফর গেলি কই’ -স্লোগান দিতে থাকে বলে জানা গেছে।

তবে হামলার সময় অফিসটিতে কোনো নেতা-কর্মী ছিলেন না।  

বুধবার (৬ নভেম্বর) বিকেলে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে থানা রোডের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।  

এর আগে সোমবার (৪ নভেম্বর) বিকেলের দিকে বিএনএম চেয়ারম্যান সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর কার্যালয়টি উদ্বোধন করেন।  

জানা গেছে, দলটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর ফরিদপুর-১ আসন (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বিএনপি থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।  

গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। নির্বাচনের আগে বিএনপি থেকে তিনি দল পরিবর্তন করে বিএনএম দল সৃষ্টি করে দলের চেয়ারম্যান হন। ওই নির্বাচনে তিনি বিএনএম থেকে ফরিদপুর-১ আসনে সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমানের কাছে বিপুল ভোটে পরাজিত হন। গত সোমবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে থানা রোডে বিএনএমের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন দলটির চেয়ারম্যান। পরদিন মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে চেয়ার টেবিল ও সিলিংফ্যান ভাঙচুর করে পালিয়ে যায়।

এ ব্যাপারে বোয়ালমারী পৌর বিএনএমের সদস্য সচিব আশরাফুল আলম সেলিম বলেন, ঘটনার সময় অফিসে কেউ ছিলেন না। তবে কে বা কারা অফিস ভাঙচুর করেছে তা জানি না।  

তিনি বলেন, দলের উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করছেন। তাই কোনো অভিযোগ দেওয়া হয়নি।  

এ বিষয়ে বিএনএম চেয়ারম্যান ও সাবেক এমপি শাহ মো. আবু জাফর জানান, আমরা দল নিবন্ধিত একটি রাজনৈতিক দল। এদেশে গণতন্ত্রকে সুগম করতে প্রতিটি রাজনৈতিক দলেরই সমান সুযোগ থাকা উচিত। সবাই যার যার দলের রাজনীতি প্রাণ খুলে করতে পারবে সেই সময় এখন চলছে। হামলা ভাঙচুরের দিনতো চলে গেছে। তারপরও কেন আমার দলের রাজনৈতিক কার্যালয়ে হামলা ভাঙচুর করা হলো? যারা এটা করেছে তারা ঠিক করেনি। আমি এর তীব্র নিন্দা জানাই। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। সঠিক তদন্ত করে হামলাকারীদের বিচারের আওতায় আনার।  

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, এখনও থানায় লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।