ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র-জনতা হত্যা: শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার আরও ৩

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
ছাত্র-জনতা হত্যা: শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার আরও ৩

সাভার (ঢাকা): ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে অন্যান্য আসামিদের সঙ্গে তাদের আদালতে পাঠানো হয়।

গতকাল রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার মির্জানগর এনায়েতপুর এলাকার মৃত হাজী কফিল উদ্দিনের ছেলে মো. আব্দুল হালিম (৩৭), তিনি হত্যা চেষ্টা মামলার আসামি।  হত্যা মামলার আসামি মো. সেলিম হাওলাদার (২৭) আশুলিয়ার বেলমা এলাকার হারুন অর রশিদ হাওলাদারের ছেলে ও অপরজন সাভার পৌর এলাকার মজিদপুরের সাদেক আলী ফরাজির ছেলে সালাম ফরাজি। তিনি শ্রমিক লীগ নেতা।

মামলার এজাহারের তথ্য মতে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ায় সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও ঢাকা-১৯ আসনের সাবেদক সংসদ সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় সাভার-আশুলিয়ায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা শহীদ ও কয়েক শত লোক আহত হলে মামলা করে পরিবার। সে মামলার এজাহার নামীয় আসামি তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।  

সাভার ও আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া ও আবু বকর সিদ্দিক বলেন, গ্রেপ্তারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।