ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় ১০ স্বর্ণের বারসহ কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
সাতক্ষীরায় ১০ স্বর্ণের বারসহ কিশোর আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ সুমন ইসলাম (১৭) নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল ফলমোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় পায়ে হেঁটে সীমান্তের দিকে যাওয়ার সময় সুমন ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে কালো টেপ দিয়ে পেঁচানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ ৮৬ হাজার ০৭৭ টাকা। আটক সুমনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।