ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন করতে প্রস্তুত জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা

স্বপন চন্দ্র দাস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন করতে প্রস্তুত জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা

সিরাজগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তিনি নির্বাচন করবেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকও করছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে এসব কথা জানান রোমানা মোর্শেদ কনকচাঁপা নিজেই। কনকচাঁপা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়রকর দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য পদেও রয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাকে তিন বছরের জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ট্রাস্ট্রি বোর্ডের মেম্বর নিযুক্ত করেছে।

কনকচাঁপা বলেন, আমি অবশ্যই নির্বাচন করবো, নমিনেশন কিনবো, দল মনোনয়ন দেবে কিনা সেটা দলের ব্যাপার। ৫ তারিখের আগে কেউ কোনো কাজ করতে পারিনি। আওয়ামী লীগ সরকার আমলে আমি কোনো ফোন ব্যবহার করতে পারতাম না। সিমকার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গে সেটা ব্লক করা হতো। সব জায়গা থেকে আমাকে নিগৃহীত করা হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আমি কাজ শুরু করেছি। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছি। আমার বাসাতেও দলীয় নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছি। এসব বৈঠকে নেতাকর্মীরা আমাকে স্বতস্ফূর্ত সমর্থন জানিয়েছে। কাজিপুর ও সিরাজগঞ্জবাসীর সমর্থন এবং দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচনে নিশ্চয়ই অংশগ্রহণ করবো। আমি খুব শিগগিরই এলাকায় ফিরবো।

কনকচাঁপা আরও বলেন, “মিথ্যাচার মুক্ত বাংলাদেশ চাই” এ শ্লোগানকে সামনে রেখে আমাদের দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জাহিদ হাসান বলেন, কনকচাঁপা রাজনীতিতে সক্রিয়, নির্বাচনে অংশগ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত। তার সঙ্গে আমরা বৈঠক করেছি। গত ৩ নভেম্বর বগুড়ার শাহজাহানপুরে সিরাজগঞ্জ জেলা ও কাজিপুর উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে তিনি বৈঠক করেছেন। ওই বৈঠকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, কাজিপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডডভোকেট রবিউল হাসান, সহ-সভাপতি আব্দুল মালেক স্বপন, যুবদলের আহবায়ক সাজেদুর রহমান বাবলুসহ সিনিয়র নেতারা ও দলের কর্মীরা উপস্থিত ছিলেন। এরপরও দলের তৃণমূলের নেতাকর্মীরা দফায় দফায় তার সঙ্গে দেখা করেছে।

কনকচাঁপা ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জের একাংশ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়ে ব্যাপক আলোচনা জন্ম দেন। তবে রাতের ভোট খ্যাত প্রহসনের নির্বাচন তিনি ভোটের দিনই নির্বাচন বর্জন করেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী কনকচাঁপা ১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে। তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী কনকচাঁপা প্রায় ৪০ বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। আধুনিক গান, লোকসংগীত, নজরুল সংগীত ও চলচ্চিত্রের গানে ব্যাপক সফলতা অর্জন করেছেন। ৩৫টিরও বেশি একক অ্যালবাম রয়েছে তার। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র ও মেরিল প্রথম আলো পুরস্কারসহ দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার লাভ করেছেন।

তিনি সংগীত শিল্পীর পাশাপাশি একজন লেখক ও চিত্রকর। এখন পর্যন্ত তার ৮টি বই বের হয়েছে। তিনি পত্র-পত্রিকায় কলামও লেখেন। সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র কনকচাঁপা দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও নিজেকে জড়িত রেখেছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে সামাজিক ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন দুঃস্থ অসহায় মানুষের জন্য। তিনি বৃদ্ধাশ্রম ও পথ শিশুদের স্কুল পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।