ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে: সালাহউদ্দিন আহমদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, অক্টোবর ১৯, ২০২৫
জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে: সালাহউদ্দিন আহমদ নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সালাহউদ্দিন আহমেদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের নিয়ে তার দেওয়া বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে। একই সঙ্গে তিনি এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।

রোববার (১৯ অক্টোবর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর হিসেবে প্রচারিত আমার বক্তব্য কাটা ছেড়া করে আংশিকভাবে প্রচার করা হয়েছে। বক্তব্য কাটিং করে প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমার বক্তব্যের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি। ঐক্যের মধ্যে কলঙ্কের দাগ লাগুক, তা আমরা চাই না। তাই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের আমির একই বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন, সেটিকে আমি সমর্থন করি। গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। কিছু রাজনৈতিক দল আমাকে ক্ষমা চাইতে বলেছে, আমি এটাকে স্বাগত জানাই। আমার বক্তব্যকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু উশৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তবে জুলাই যোদ্ধারা এসবের সঙ্গে জড়িত ছিলেন বলে আমি বিশ্বাস করি না। আমি চাই, কেউ যেন তাদের সম্মানহানি করতে না পারে।

তিনি জোর দিয়ে বলেন, জুলাই যোদ্ধাদের আমরা সব সময় সম্মান করি। যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা আমাদের শক্তি। তাদের কখনও সমালোচিত হতে দেওয়া যাবে না।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণভোটের বিষয়ে প্রয়োজনে আবার আলোচনা হতে পারে। সব কিছু বিবেচনায় সরকার প্রজ্ঞাপন জারি করবে বলে আমি প্রত্যাশা করি।

এর আগে গত শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্য করেছিলেন সালাহউদ্দিন আহমেদ। এরপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষে প্রতিবাদ ও সমালোচনা সৃষ্টি হয়।

এসবিডব্লিউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।