ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাগরের খুনিরা ষড়যন্ত্রে লিপ্ত: ওয়াহাব আকন্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
সাগরের খুনিরা ষড়যন্ত্রে লিপ্ত: ওয়াহাব আকন্দ

ময়মনসিংহ: বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থী সাগর হত‍্যা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।  

তিনি বলেছেন, এখনও সাগর হত‍্যা মামলার উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

এতে আসামিরা নতুন করে সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র করছে। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা সরকারকে বেকায়দায় ফেলতে পারে। অবিলম্বে সাগর হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ‍্য হবো।  

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে সাগর হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন বাজার ও গাঙ্গিনাপাড় মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।  

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম স্মারকলিপি নেন নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিষয়টি জেলা পুলিশ প্রশাসনকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।  

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কায়কোবাদ মামুন, লিটন আকন্দ, বিএনপি নেতা ও জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি শরাফ উদ্দিন কোহিনুর, সাধারণ সম্পাদক রতন আকন্দ, বিএনপি নেতা নজরুল ইসলাম খান, সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।  

সর্বশেষ জেলা পুলিশ সুপার (এসপি) বরাবরে স্মারকলিপি দেন কর্মসূচি সমাপ্ত করে মহানগর বিএনপি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।