ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর: বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, হিন্দুস্তানের লোকজন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিমের সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে।

ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল নিয়ে আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে। আমাদের দেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। এসব কর্মকাণ্ড দুঃখজনক। এগুলো মেনে নেওয়ার মতো নয়। এ ব্যাপারে দেশের জনগণ ও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্রদল নেতা শহীদ সাইফুজ্জামান সুজনের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।  

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম। সভা শুরুর আগেই দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে স্মরণসভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

স্মরণ সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মহান মুক্তিযুদ্ধে যেমন দেশের মানুষ ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপরে কোনো আঘাত এলে দেশের মানুষকে তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সৃজনের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন প্রমুখ। এসময় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ২ ডিসেম্বর নাটোর ফায়ার সার্ভিসের সামনে বিএনপির ডাকা হরতালে পিকেটিং করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজন। তাঁর স্মরণে এই স্মরণসভার আয়োজন করে জেলা ছাত্রদল।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।