ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

আরও একটি মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
আরও একটি মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেপ্তার ব্যারিস্টার শাহজাহান ওমর

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরসহ পাঁচজনকে দৃশ্যত গ্রেপ্তার দেখানো হয়েছে।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ব্যারিস্টার এম শাহজাহান ওমরসহ অন্য আসামিদের প্রিজনভ্যানে করে ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

 

বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আদালতের এজলাসে তোলা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. রাসেল ও তাওহীদকে এবং তরিকুল ইসলামকে হাজির করা হয়।  

২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামল, ভাঙচুরের ঘটনা ঘটে।  

এ ঘটনায় রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৫৩ জনকে আসামি করে চলতি বছরের ২২ নভেম্বর রাজাপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।  

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দীন কবির জানান, রাজাপুরের একটি বিস্ফোরক মামলায় পুলিশ দৃশ্যত গ্রেপ্তারের আবেদন করে। সে আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা আদালতকে বলেছি, ঘটনার দিন ব্যারিস্টার শাহজাহান ওমর ঢাকায় ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।