জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোট কেন্দ্রে পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দলীয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় এলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে। তিনি বলেন, ক্ষমতায় এলে আমরা প্রথমে শিক্ষাব্যবস্থা সংস্কার করব। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না এবং সামাজিক সাম্যতা নিশ্চিত হবে। তিনি দেশের অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, তার দল দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে।
কোনো শক্তিকে জামায়াত ভয় করে না মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কোনো দেশের একক আধিপত্য থাকবে না।