চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল মল্লিকপুর বাজারে দুই দল তরুণের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুজন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঘটনা ঘটে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এলাকায় খেলাধুলার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার রাতে ছিল সেই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানস্থলের পাশেই এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নাচোল উপজেলার খোলশী গ্রামের এজাবুল হকের ছেলে মো. মাসুদ রানা ও ফতেপুর এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি। তিনি এ প্রতিষ্ঠান ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী।
এ ঘটনায় আহতরা হলেন- খোলসী গ্রামের আলমের ছেলে মো. রজব (১৭) ও একই এলাকার আব্দুল রব্বানীর ছেলে মো. আরমান (২১)। তাদের মধ্যে রজব আলী অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাত ১১টার দিকে মল্লিকপুর বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে দুজন নিহত এবং দুজন আহত হয়।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসআই