ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

জয় ও টিউলিপকে জেলের ভাত খাওয়াব: ববি হাজ্জাজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
জয় ও টিউলিপকে জেলের ভাত খাওয়াব: ববি হাজ্জাজ আগারগাঁওয়ে আইএবি মিলনায়তনে ‘রোড টু ডেমোক্রেসি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এনডিএম প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ববি হাজ্জাজ

ঢাকা: বিদেশের মাটিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে জেলের ভাত খাওয়াবেন বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইএবি মিলনায়তনে দেশ ফাউন্ডেশন আয়োজিত ‘রোড টু ডেমোক্রেসি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

 

শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা অনেক দাবি করে ববি হাজ্জাজ বলেন, এই আন্দোলনকে আমরা দলীয়করণ হতে দেইনি। জুলাই আন্দোলনে আমি বারবার তারেক রহমানকে বলেছিলাম রাজনৈতিক দল হিসেবে সামনে যাই। কিন্তু তিনিও রাজনৈতিকভাবে সামনে এগোতে চান নাই। আমরা যে যেভাবে পেরেছি এই আন্দোলনে শিক্ষার্থীদের সহায়তা করেছি। গত ৩ আগস্টেই আমি তারেক রহমানকে বলেছিলাম এই সরকার টিকবে না। নতুন সরকারের রূপরেখা করেন।  

তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার আমাদের সরকার। এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমরা ইউনূস সরকারকে ব্যর্থ তে দিতে পারি না। অথচ সরকারের পক্ষ থেকে আমাদের ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।  

দেশে যে ষড়যন্ত্র চলছে সেটা কেন অন্তর্বর্তী সরকার দেখছে না প্রশ্ন রাখেন তরুণ এই রাজনীতিবিদ।  

এনডিএম প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান বলেন, যেকোনো ধরনের স্থিতিশীলতা আনতে হলে দেশে নির্বাচনে দিতে হবে। শেখ হাসিনার পতনও সংস্কারের একটি অংশ। এই ১৪ বছরে জাতীয় পার্টি সরকারের সুবিধা নিয়েছে।

দেবজিত সাহার সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, আহসান উদ্দিন খান শিপন, ডা. জিয়াউল ইসলাম মুন্না, আতাউর রহমান কাবুল, মো. তৈয়বুর রহমান, শান কবির, তাওসিফ আকিব খান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
জিসিজি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।