ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতা

কুমিল্লা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা।  

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া তার এ বক্তব্য সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

কামরুল হুদা বলেন, একটি দল মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করে। তাদের বক্তারা এসে মানুষের কাছে বেহেশতের কথা বললেও নিজেরা মানুষকে ধোঁকা দেয়।  আমি বিশ্বাস করি, শহীদ জিয়ার নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত। কারণ তিনি দেশের জনগণের সঙ্গে কখনও হঠকারিতা করেননি।  

সভায় উপস্থিত দলের একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেন, কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে? তার এমন বক্তব্যে আমরা বিব্রত। দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয় আরকি। যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ।  

জোহরের নামাজের সময় হলে তিনি (কামরুল হুদা) মুয়াজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন বলে অভিযোগ করেন কেউ কেউ। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির একাংশের নেতা জি এম তাহের পলাশী বলেন, এমন লাগামহীন বক্তব্য দলকে প্রশ্নবিদ্ধ করবে। তিনি এ মন্তব্যের নিন্দা জানান।

রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, আমি এমন বক্তব্য এখনও শুনিনি। দেখে মন্তব্য করব।

অবশ্য এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিএনপি নেতা কামরুল হুদা। তিনি বলেন, জিয়াউর রহমান মক্কায় হাজীদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। ওই কারণে উনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে, এটা কি ভুল বলেছি?

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।