ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী সফলতার নেতৃত্বে ছিলেন তারেক রহমান: টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
ফ্যাসিবাদবিরোধী সফলতার নেতৃত্বে ছিলেন তারেক রহমান: টুকু বক্তব্য দিচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শত শহীদের রক্তে রঞ্জিত আজকের ফ্যাসিবাদবিরোধী সফলতার নেতৃত্বে ছিলেন তারেক রহমান বলে মন্তব্য করেছে।

তিনি বলেন, যা সত্য সেটা সত্যই।

সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, সবাই দেখে। বৈষম্যবিরোধী আন্দোলনে এদেশের ছাত্র-জনতা, নানা শ্রেণিপেশার মানুষ এ আন্দোলনে যোগ দিয়েছেন এবং বিজয় লাভ করেছেন। কারো একার কৃতিত্ব নয়।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ মিনারে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, এদেশের মানুষ ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, স্বাধীনতা যুদ্ধ করেছে, উনসত্তরের গণঅভ্যুখান, একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে। এরপর এরশাদ ভোটের অধিকার ধ্বংস করেছিল, কাজেই ৯০ এর আন্দালন হয়। টাঙ্গাইলের আবু রায়হান জগলু রক্ত দিয়েছেন, টাঙ্গাইলের জনগণ এরশাদবিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও টাঙ্গাইলের ভূমিকা সর্বোচ্চ পর্যায়ে। একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকব। এখন নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দল, মানুষের দল, বিএনপিকে মানুষ সমর্থন করে। জনগণ বিএনপিকে সমর্থন করেছে সব সময়। জনগণের বিপক্ষে বিএনপি কখনও যায় নাই। অনেকেই একাত্তরে উল্টাপাল্টা ভূমিকায় ছিল, তাদের বলে রাজাকার। ১৯৯১ সালের স্বৈরাচারের ভূমিকায় ছিল, তাদের বলে স্বৈরাচার। অনেকেই ফ্যাসিবাদী ভূমিকায় ছিল, তারা বাকশাল ও ফ্যাসিবাদী রূপ ধারণ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা জনগণের বিপক্ষে কোনো অবস্থান নেয়নি তারাই জনগণের আস্থাভাজন দল- বিএনপি।

টুকু ছাত্রদলের উদ্দেশে বলেন, ছাত্রদল হচ্ছে আবেগের জায়গা, এ দল থেকে আমরা বেড়ে উঠেছি। এ দলের যখন প্রোগ্রাম হয়, আমরা উজাড় করে দিয়ে মানসিক শক্তি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। ছাত্রদলের প্রোগামে যে কোনো মূল্যে উৎসাহ নিয়ে অংশ নিতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে লড়াকু যোদ্ধা হিসেবে ছাত্রদল ছিল। এরশাদবিরোধী আন্দোলন থেকে সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদলের যতজন শহীদ হয়েছেন, অন্য কোনো ছাত্র সংগঠনের এতোজন শহীদ হননি। বিগত ১৭ বছর ভোটের আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। পরে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদলের যারা শহীদ হয়েছেন, ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের তালিকা প্রকাশ করেছে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা শহীদ হয়েছেন। ১৭ বছরে ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন।

টাঙ্গাইলে দীর্ঘ ১৭ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  রোববার (৫ জানুয়ারি) দুপুরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজিন আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ অনেকে।  

এসময় জেলার উপজেলাগুলো থেকে আসা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।