ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে বাকস্বাধীনতাকে হত্যা করেছে: রহমাতুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে বাকস্বাধীনতাকে হত্যা করেছে: রহমাতুল্লাহ লিফলেট বিতরণ অনুষ্ঠানে অতিথিরা

বরিশাল: বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, আমার মৌলিক স্বাধীনতা ও বাকস্বাধীনতাকে কেউ যাতে কোনোদিন হত্যা না করতে পারে সেজন্যই স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। আমরা ইতিহাস থেকে জেনেছি ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন।

সেদিন গণতন্ত্র হত্যা করেছিল আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে মানুষের বাকস্বাধীনতা হত্যা করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে প্রচেষ্টা সামাজিক সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, গত ১০-১৫ বছরে আপনারা কেউ ভোট দিতে পারেননি। মানুষের ভোট তাদের লাগেনি তাই তারা তাদের আখের গুছিয়েছে।  

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) আমাদের নেত্রী খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল, তারা তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর হাতে তো সব ফয়সালা। তিনি ফয়সালা করে দিলেন খালেদা জিয়া সম্মানিত হবেন, তারেক রহমান বেঁচে থাকবেন আর তাই হলো। কিন্তু আপনি (শেখ হাসিনা) ভারতে গিয়ে পালিয়েছেন। আপনার সহকর্মীরা বনে-জঙ্গলে, ভারতে, বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে আছেন। কারা করেছে- ‘আল্লাহর পাঠানো আবাবিল পাখি সেটা করেছে’। আল্লাহ যেমন কাবাঘর রক্ষা করেছে আবাবিল পাখি দিয়ে, তেমনি বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে ছোট ছোট বাচ্চাদের রাজপথে নামিয়ে দিয়ে। এক একটা মাধ্যমে আল্লাহপাক মানুষকে রক্ষা করেন। আবার গত ১৫ বছর বিভিন্নভাবে তিনি পরীক্ষাও করেছেন।  

এ সময় তিনি বাংলাদেশকে আর কেউ পেছনে নিয়ে যেতে না পারে, এ দেশের গণতন্ত্র হত্যা না করতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রহমাতুল্লাহ বলেন, আপনারা জানেন আমাদের নেত্রী খালেদা জিয়া খুব অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। তিনি কিন্তু এ দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে গণতন্ত্রের পক্ষে অবস্থান করেছেন। তিনি স্বৈরশাসকের সঙ্গে কিছুটা আপস করলে এমন অসুখের সম্মুখীন হয়ত হতে হতো না। তার অবস্থানের কারণে হাসিনা সরকার তাকে মিথ্যে মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে বিভিন্নভাবে।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্নভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা যেন আমাদের মনের মতো, আশার মতো, আকাঙ্ক্ষার মতো একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেই ষড়যন্ত্র ছিন্ন করে তারেক রহমান যেন আমাদের মধ্যে এসে আগামীর নির্বাচনে নেতৃত্ব দিতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।