ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে কাতারের প্লেন এসে নিয়ে গেছে, হাসিনা চোরের মতো পালিয়েছে: দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
খালেদা জিয়াকে কাতারের প্লেন এসে নিয়ে গেছে, হাসিনা চোরের মতো পালিয়েছে: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, শেখ হাসিনা যতই চেষ্টা করুক তার মরণকাল এসে গেছে। তিনি আর এ দেশে ফিরে আসতে পারবে না।

আল্লাহই মানুষের সম্মান বৃদ্ধি করে। আমাদের দেশনেত্রীকে কাতারের প্লেন এসে নিয়ে গেছে। আর শেখ হাসিনা চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রূপগঞ্জের চনপাড়ায় বিএনপির ৩১ দফার প্রচারে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সমাবেশে হাজার হাজার মানুষের খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে।

এ সময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের পাশে সবসময় ছিল। তাই আল্লাহ তাকে এ মর্যাদা দিয়েছে।

এ চনপাড়ায় গাজী মাদকের ব্যাবসা ও সন্ত্রাস করেছে। তিনি এসব কাজের জন্য পিএস রেখেছিল। খারাপ কাজ করেছে কয়েকজন কিন্তু এর জন্য বদনাম হয়েছে পুরো চনপাড়ার। আমি দায়িত্ব পেলে চনপাড়ার এ দুর্নাম দূর করতে কাজ করবো। চনপাড়ার মানুষ বীরের মতো আছে। তারা বীরের মতোই রূপগঞ্জে থাকবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলতে চাই, আপনারা শিগগিরই নির্বাচন দিন। গণতান্ত্রিক সরকারই সংস্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম ভূইয়া ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।