ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার আহ্বান রিজভীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার আহ্বান রিজভীর কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রাজশাহী: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর নওদাপাড়ায় মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। কারণ বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক নানান চক্রান্তের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথেই হাঁটছি। গণতন্ত্রের আরও শর্ত আছে। তাই আমাদের সুষ্ঠু নির্বাচনের দিকেও হাঁটতে হবে। প্রয়োজনীয় যেসব সংস্কার, আমাদের জাতীয় সংসদ, সংবিধান, জনপ্রশাসন, পুলিশ প্রশাসনসহ সবকিছুতেই সংস্কার দরকার। কিন্তু সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাবে না। এটাকে বিতর্কিত করলে চলবে না। কারণ বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ অবাধ-সুষ্ঠু নির্বাচনকে আকাশের তাঁরা করে দিয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার গণতন্ত্রের মানে ছিল নির্বাচনের সময় বিরোধী দলের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। উনি যে, গণতন্ত্র দিয়েছিলেন, তাতে দেখেছি ভোটকেন্দ্রে চতুষ্পদ জন্তু বিচরণ করত, ভোটাররা যেতেন না। তিনি শুধু একটি দেশকে সমীহ করতেন, মুরুব্বি মানতেন। সেই জন্যই বলতেন, আমি ভারতকে যা দিয়েছি, তা তারা সারাজীবন মনে রাখবে। কিন্তু আপনি কী দিয়েছেন? যা বাংলাদেশের মানুষ জানে না? তারা কেন আপনাকে সাপোর্ট করে?

বিএনপির ওই নেতা বলেন, এজন্যই আমাদের গণতন্ত্র থাকুক বা না থাকুক, এখানে পার্লামেন্ট থাকবে কী থাকবে না, সেই পার্লামেন্টে সত্যিকারের প্রতিনিধিরা যাবেন, নাকি নর্তকীরা সেখানে গান গাইবেন মমতাজের মতো, আর পার্শ্ববর্তী দেশ তাদের সমর্থন করবে। এই পার্শ্ববর্তী দেশ আমাদের গণঅভ্যুত্থানের পর থেকে খুবই অসন্তুষ্ট।  বিশ্ব খুশি হলেও তারা এখনো মেনে নিতে পারেনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ড. মুহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছেন। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগবে। তাই আপনি দ্রুত সময়ের মধ্যে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হান-উল-আলম রায়হান, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

এদিকে প্রধান অতিথি হিসেবে তিনি একই দিন বিকেলে রাজশাহী মহানগরীর গুলজারবাগ স্কুল প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।