ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য ধরে রাখতে হবে: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য ধরে রাখতে হবে: এ্যানি বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর বিএনপিসহ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছে সবাই একত্রিত হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

তবে যেন তেন ঐক্য হলে চলবে না। এটি হবে স্পাতকঠিন ঐক্য। যার কোনো বিকল্প নেই। যদি আমাদের মধ্যে তারুণ্যের শক্তি না থাকে তাহলে আবারও বিপদে পড়ে যাবো। তা হতে দেওয়া যাবে না।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, তারুণ্যের স্পিড-পাওয়ার ইলেক্ট্রিসিটির চেয়ে বেশি পাওয়ার, হাইভোল্টেজ। তারুণ্য আর ছাত্রদলের রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে হাইভোল্টেজ হয়েছে। এই কঠিন পাওয়ারের কাছে হাসিনা-এরশাদ পরাজিত হয়েছে। সামনে কেউ কোনো ষড়যন্ত্র করে আসতে চাইলে সেও পরাজিত হবে।  

বিএনপি নেতা এ্যানি বলেন, খেলাধুলা ছাত্রদলের রাজনীতির একটি অংশ। এতোদিন স্লোগান দিয়েছি, মিছিল করেছি, মিটিং করেছি। স্লোগানে স্লোগানে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু ষড়যন্ত্র পালায়নি। আওয়ামী লীগের দুঃশাসন এখনো মনে দাগ কাটে। তাদের অত্যাচার নির্যাতন আমরা ভুলে যাইনি। ছাত্ররা ক্যাম্পাসে আসতে পারতো না। ছাত্রদলসহ বিরোধী রাজনৈতিক দলের ছাত্রদের ফ্যাসিস্ট সরকার খেলাধুলা, পড়ালেখা ও পরীক্ষা দিতে দেয়নি। যার কারণে আমাদের তরুণ-যুব সমাজ অনেক ক্ষেত্রে বঞ্চিত ছিল।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মঞ্জুরুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন ও সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল  প্রমুখ।

জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ টুর্নামেন্টে ১২ দল অংশ নেয়। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজ সবুজ দল চ্যাম্পিয়ন ও লাল দল রানার্স আপ হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।