ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, অক্টোবর ১৩, ২০২৫
দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান আমান উল্লাহ আমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দলের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন। ’

ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে তারেক রহমানের ভবিষ্যৎবাণী ‘সত্য হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘আপনারা দেখবেন, তারেক রহমান যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো সত্য হয়েছে। যেমন, তিনি বলেছিলেন— দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে। ’ 

কোনো দলের নাম উল্লেখ না করে আমান উল্লাহ আমান বলেন, ‘আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না। ’

জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবি জানিয়ে আসছে। তবে বিএনপিসহ কয়েকটি দল এর বিরোধিতা করে বর্তমান সরাসরি ভোট পদ্ধতি বজায় রাখার দাবি জানাচ্ছে।

আমান উল্লাহ আমান বলেন, ‘আজকে বিভিন্ন জায়গায় নির্বাচনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ সময়ে বিশেষ বক্তব্য রেখে বিএনপিকে কটাক্ষের চেষ্টা করা হচ্ছে। আপনারা দীর্ঘ ১৬ বছরের আন্দোলন দেখেছেন— স্বৈরাচারবিরোধী, এরশাদবিরোধী আন্দোলন দেখেছেন— জিয়া পরিবার সব সময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে ছিল বিএনপি। ’

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্র্যাটিক লীগের উদ্যোগে দলটির প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় গণতান্ত্রিক আন্দোলন, বিশেষ করে ভোটের অধিকার প্রতিষ্ঠায় মনির ভূমিকার কথা স্মরণ করেন আমান উল্লাহ আমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি মাহবুব আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।  

সভায় আরও বক্তব্য দেন- ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী এবং গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আহ্বায়ক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম লিটন।

এসবিডব্লিউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।