লক্ষ্মীপুর: ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদ সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী সিস্টেম শেষ হয়ে গেছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর থানা তন্তুবায় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের একেকজন একেক কথা বলেন। কথাগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে আরও সুদৃঢ় করার জন্য বলেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। খুন-গুম, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। একসঙ্গে জেল খেটেছি। এখন যদি একেক জনের কথায় একেক ধারা আসে, তাহলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যাবে। ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে যেন ফাটল না ধরাতে পারে সেদিকে জামায়াতে ইসলামীরও দায়িত্ব আছে, আমাদেরও আছে। আমরা এ দেশের মানুষকে অভয় দিতে চাই। আপনার আদর্শের রাজনীতি আপনি করবেন, আমার আদর্শের রাজনীতি আমি করব। কিন্তু ফ্যাসিবাদকে আনার রাজনীতি করা যাবে না। কর্তৃত্ববাদকে আবার কর্তৃত্ব করার সুযোগ দেওয়া যাবে না।
তন্তুবায় সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, জেলা সমবায় কর্মকর্তা আশরাফ উদ্দিন রুমি, তন্তুবায় সমিতির সদস্য শামছুল করিম খোকন, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্সের সভাপতি এম আর মাসুদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এসআই