ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

রাজনীতি

জুলাই অভ্যুত্থানের আগে দেশ অবরুদ্ধ কারাগার ছিল: হেলাল

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
জুলাই অভ্যুত্থানের আগে দেশ অবরুদ্ধ কারাগার ছিল: হেলাল

বরিশাল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ভোগ করছে। এর আগে দেশ একটি অবরুদ্ধ কারাগার ছিল।

যে কারাগার ভেঙে ফ্যাসিস্টদের পালিয়ে যেতে বাধ্য করেছে এ দেশের ছাত্র জনতা।  যে আন্দোলনে দেড় হাজার শহীদ হয়েছেন বলে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি)  বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উম্মোচন-২০২৫ বরিশাল পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায়  ছাত্র-জনতা অভ্যুত্থানে রাজপথে নেমেছিল। আর এর ফলেই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অথচ এ ইতিহাসকে মুছে ফেলার অপপ্রয়াস চালানো হচ্ছে। দেশকে আবার ফ্যাসিস্টদের দিতে নিয়ে যেতে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

১০ খণ্ডে সংকলিত ২৫০০ পৃষ্ঠার এ শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা যুগান্তকারী একটি ঘটনা। স্মারকে ৭১৭ জন শহীদের ইতিহাস লেখা আছে, আরও ৯৩ জন যুক্ত করা হবে। তবে এখন পর্যন্ত যা আছে তাতে বরিশাল বিভাগের ১৪১ জনের নাম রয়েছে স্মারক স্মরণীকায়।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সারা দেশ ছুটে বেড়িয়েছেন। তিনি শহীদ ও আহতদের পরিবারের কাছে ছুটে গেছেন, তাদের কথা শুনেছেন পাশে দাঁড়িয়েছেন। শহীদ আবু সাইদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এগুলো লেখা না থাকলে আগামীতে হারিয়ে যাবে। আর আগামীদিনে আর কোনো ফ্যাসিস্ট জালিম আসার আগে এ ইতিহাস দেখতে হবে। তাই জাতির প্রয়োজনে জামায়াতে ইসলামী এটা করেছে।

একই সময়ে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে সরাসরি লাইভে যুক্ত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান।

আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কর্মপরিষদের সদস্য আমিনুল ইসলাম খসরু, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।