ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের বিচার চেয়ে ঢাকা কলেজ ছাত্রদলের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
ছাত্রলীগের বিচার চেয়ে ঢাকা কলেজ ছাত্রদলের স্মারকলিপি

ঢাকা: নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার ও সাজা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে কলেজ অধ্যক্ষ এ কে এ ইলিয়াসের হাতে স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।

স্মারকলিপি দেওয়ার আগে ঢাকা কলেজের শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বেশ কয়েকমাস অতিবাহিত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত খুনি সংগঠন ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।  

তিনি বলেন, ছাত্রলীগের যে কজন সন্ত্রাসী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, তাদের ছাত্র-জনতাই ধরে পুলিশে সোপর্দ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এখনো অন্তর্বর্তী সরকার ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরার জন্য কোনো সাঁড়াশি অভিযান বা শক্ত পদক্ষেপ নেয়নি।

তিনি আরও বলেন, খুনি শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের মানুষকে দোষারোপ করছে এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন্য কোনো রকম অনুশোচনা প্রকাশ করেনি বরং বাংলাদেশের মানুষকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

ছাত্রলীগের উদ্দেশে নাছির উদ্দীন নাছির বলেন, আপনারা আর কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। এবং গত সাড়ে ১৫ বছরে দেশের প্রতিটি ক্যাম্পাসে যেভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন, তার বিচার বাংলার মাটিতে হবে।

তিনি বলেন, আমরা সন্ত্রাসী ছাত্রলীগের বিচার দাবি করছি। একইসঙ্গে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিভিন্ন ক্যাম্পাসের দায়িত্বে থাকা স্বৈরাচারের দোসরদের বিচারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ঢাকা কলেজ ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি হবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের স্বার্থ ভুলুণ্ঠিত হয়, এমন রাজনীতি ঢাকা কলেজ ছাত্রদল কখনো করব না।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাসিবুল ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম, হায়াৎ মাহমুদ জুয়েল, মাসুদ রানা, হাবিবুর রহমান হাবিব, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।