ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

১৫ বছর পর বাড়ি ফিরলেন আ. লীগের অত্যাচারে দেশছাড়া জিহাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, ফেব্রুয়ারি ৮, ২০২৫
১৫ বছর পর বাড়ি ফিরলেন আ. লীগের অত্যাচারে দেশছাড়া জিহাদ

ফরিদপুর: আওয়ামী লীগের আমলে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে নিজ মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হন মাওলানা আবুল কালাম আজাদের ছেলে মুশফিক বিল্লাহ জিহাদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কানাডা থেকে বুধবার (৫ জানুয়ারি) তিনি দেশে ফিরে ঢাকায় অবস্থান নেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজ জন্মভূমি ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে আসেন। এর আগে তাকে সালথার আগলদিয়া মোড় থেকে সহস্রাধিক সাধারণ লোকজন ফুল দিয়ে বরণ করেন।

এ সময় বোয়ালমারী, সালথা, নগরকান্দা, বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী পাঁচশতাধিক মোটরসাইকেল প্রটোকল দিয়ে তার নিজ গ্রাম বড়খাড়দিয়া প্রাইমারি স্কুল মাঠে আনা হয়। এ সময় তিনি সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন। পরে সেখানে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় মুশফিক বিল্লাহ জিহাদ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের নির্যাতনে প্রায় দীর্ঘ ১৫ বছর দেশের বাইরে ছিলাম। এখন বাড়ির রাস্তাও অচেনা হয়ে গেছে। আমার ছেলে মেয়ে একজন ক্লাস ফাইভে পড়তো অন্য জন ক্লাস থ্রিতে। তখন আমি দেশ ত্যাগ করেছিলাম।

বর্তমানে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। সেই বাচ্চাদের কোলে উঠাতে পারিনি। আমার সেই দিনগুলো ফিরিয়ে দেবে কে? দেশ ছেড়ে থাকা অনেক কষ্টের ব্যাপার। গত পনেরো বছরে আমার পরিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি এক জায়গা, আমার ভাইয়ের পরিবার আরেক জায়গা, মা বাবা ছিল অন্য জায়গা।

দুঃখ প্রকাশ করে মুশফিক বিল্লাহ জিহাদ বলেন, আমার বড় ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার মরদেহও শেষ দেখা দেখতে পারিনি। এমনকি আওয়ামী লীগ সরকার তাকে দাফন দিতে বাধা দেয়। মনে অনেক কষ্ট। মহান আল্লাহ যাকে সম্মান দেবেন, মানুষ চাইলেই তার সম্মান কেড়ে নিতে পারবেন না। মহান আল্লাহ আমাদের অনেক সম্মান দিয়েছে।

সালথার সুলতানিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট শাহ্ মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব টুলু মিয়ার সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাসার আজাদ, শাহ মুহম্মদ হাবিবুল্লাহ মিয়া, কাজী ইলিয়াস হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল বাসার রুমান, ও বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান সজিব।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।