ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

রাজনীতি

মাইকে চাঁদা চাওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
মাইকে চাঁদা চাওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় অর্ধশত লোক নিয়ে মাথায় লাল কাপড় বেঁধে হাতে রামদা নিয়ে মহড়া এবং প্রকাশ্যে চাঁদা চাওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এমসি বাজারে স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম।

এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতাকে বহিষ্কার করে।

অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

ব্যবসায়ীরা জানান, এমসি বাজারে যথারীতি বাজারের কার্যক্রম চলছিল। হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধশত লোক নিয়ে মুখে গামছা বেঁধে এসে প্রকাশ্যে চাঁদা নেওয়ার বক্তব্য দেয়। এর কিছুক্ষণ পর লম্বা রামদা দেখিয়ে ভয় দেখায় ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া দেয়। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, আজকের পর থেকে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব, ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার। আপনাদের দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে। কেউ বাধা দেবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কেউ বাজার ইজারা নিল কি না, তা আমার জানার বিষয় নয়। তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দিন। এখনই আমার লোকজন টাকা ওঠানো শুরু করবে।  

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, এই ধরনের বক্তব্য দল কোনোভাবেই সমর্থন করে না। এ ধরনের বক্তব্য দলের জন্য খুবই সাংঘর্ষিক। এরইমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইঁয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে তার প্রাথমিক সদস্যপদ বাতিলসহ বহিষ্কার করা হয়েছে।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি জেনেছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ 
আরএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।