ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

রাজনীতি

রাম-দা হাতে যুবদল নেতার চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রাম-দা হাতে যুবদল নেতার চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৪

গাজীপুর: শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নিজের অনুসারীদেরসহ রাম-দা হাতে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীদের কাছে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর চাঁদা দাবির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানার পুলিশ সদস্যরা।

জানা গেছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার মুলাইদ মধ্যপাড়া এলাকার হাসেম (৩৯), আসাদুল ইসলাম (২৪), সুমন মিয়া (২৮) ও টেপিরবাড়ি দেওচালা এলাকার হৃদয় হাসান রাকিব (২৬) পুলিশের হাতে গ্রেপ্তার হন। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসব তথ্য নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল। তিনি জানান, এমসি বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছে প্রকাশ্যে চাঁদা দাবি করায় স্থানীয় ব্যবসায়ী হযরত আলী বাদী হয়ে শ্রীপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

ওসি বলেন, মামলার সূত্র ধরে শনিবার রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

এর আগে বিকেলে এমসি বাজার এলাকায় নিজের অনুসারীদেরসহ রাম-দা হাতে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার ঘোষণা দেন শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু। দেশিয় অস্ত্র হাতে তারা পুরো বাজার মহড়া দেন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও নজরে আসার পর পিন্টুকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় কমিটি।

জাহাঙ্গীর আলম পিন্টু শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।