ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

রাজনীতি

বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না: নজরুল ইসলাম খান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না: নজরুল ইসলাম খান 

টাঙ্গাইল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার খায় না মাথায় দেয়, শুধু বলেন সংস্কার? দেশ সংস্কার করেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাড়ি বাড়ি গেছেন, খালেদা জিয়া মাইলের পর মাইল কাজ করেছেন।

তাই দেশ সংস্কার বেশি করেছে বিএনপি।  

যুবকদের জন্য যুব মন্ত্রণালয় করেছে বিএনপি, মহিলাদের জন্য মহিলা মন্ত্রণালয় করেছে বিএনপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছে বিএনপি। সবগুলো কল্যাণকর কাজ করেছে বিএনপি। দেশে প্রথম সংস্কারের জন্য ঘোষণা দেন দেশনেত্রী খালেদা জিয়া। ৩১ দফার মধ্যে সংস্কার রয়েছে। বিএনপি জোর করে ক্ষমতায় যায় না, শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দিতে পারে। তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কোনো নেতাকর্মী যদি কাউকে অত্যাচার ও নিপীড়ন করে তাহলে আপনারা জানাবেন আমি যথাযথ ব্যবস্থা করবো।  

তিনি রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের পৌর উদ্যানে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, অসংখ্য খুন করেছে, গুম করেছে। জুলাই আন্দোলনে আমাদের ৪ শতাধিক কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা বিএনপি ১ দফা আন্দোলন শুরু করেছি। আমরা স্বৈরাচার পতন  করেছি।  

সংবর্ধিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, শেখ হাসিনা সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আদেশ দিয়েছিলে, কি রকম ভয়াবহ নির্যাতন করেছে যারা আপনারা দেখেন নাই তারা বুঝবেন না। কি ভয়াবহ নির্যাতন আমাদের উপর করেছে। আমি এমপি ছিলাম মন্ত্রী ছিলাম তারপরেও আমার ওপর নির্যাতন চালায়।  

তিনি বলেন, টাঙ্গাইলে যত হিন্দুদের বাড়ি ছিলে সব আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করেছে। ইদানীং ভারতের মিডিয়া আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাই বলতে চাই আমি কখনো হিন্দুদের ক্ষতি করি নাই। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। আওয়ামী লীগ সন্ত্রাসীর রাজত্ব তৈরি করেছিলে এই দেশকে। কিন্তু জাতীয়তাবাদী দল কখনো সন্ত্রাসীতে বিশ্বাস করে না। শেখ হাসিনা আমাকে ফাঁসি দিয়েছিলো কখনো কল্পনা করি নাই আবার ফিরে আসবো। আগের সালাম পিন্টু নেই কারণ সালাম পিন্টুকে শেখ হাসিনা মেরে ফেলেছে আজকের সালাম পিন্টু জিয়াউর রহমানের সালাম পিন্টু, তারেক রহমানের সালাম পিন্টু।  

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, ৫ আগস্টের পর বলেছিলাম বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর মুক্ত বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু ভেবেছিলাম আর রাজপথে নামতে হবে না, কিন্তু বড় দুঃখের বিষয় এই সরকারও সেই পথেই হাঁটছে। বিগত দিনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, দীর্ঘ ১৭ বছর পর ভেবেছিলাম আমরা যে অধিকারের জন্য এই গণঅভ্যুত্থানে অংশ হয়েছিলাম, সেই আশা আকাঙ্ক্ষা শেষ হয়েছে। খুনি হাসিনা যেমন বলতেন আগে উন্নয়ন পরে নির্বাচন। ঠিক তেমনি এই সরকার বলে বেড়ায় আগে সংস্কার পরে নির্বাচন। সারাদেশে এখন ডাকাতি হচ্ছে, বাসে ডাকাতি হচ্ছে, ট্রেনে ডাকাতি হচ্ছে, আগেই বলেছি দেশে শৃঙ্খলা ফেরাতে হলে অবশ্যই নির্বাচন দরকার।  

ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে ফখরুদ্দিন ময়নুল ইসলামের মতো করে বিদায় দিতে চাই না, আপনি সম্মানিত ব্যক্তি নোবেলজয়ী আপনাকে সম্মানের সঙ্গে বিদায় দিতে চাই। যে বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোটের অধিকারের জন্য লড়েছে সেই জাতীয় নির্বাচন জন্য আগামী পাঁচই ডিসেম্বর তারিখ ঘোষণা করেন।  

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই সংবর্ধনা প্রমাণ করেছে বিগত হাসিনা সরকার এই মাটির সন্তান পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে ১৭ বছর বিনা কারণে কারাবন্দি করে রেখেছিলে। এই খুনি হাসিনা, অসংখ্য আলেমদের খুন করেছে, গুম করেছে, আমার ভাই পিন্টুকে গুম করে কারাগারে রেখে মনে করছিলো বিএনপিকে দমিয়ে রাখবে তা হয়নি। এই টাঙ্গাইলের মাটি থেকে বলতে চাই এই বাংলাদেশের মাটিতে কখনো আর খুনি হাসিনার জায়গা হবে না। এই টাঙ্গাইলে খুনি হাসিনা সন্ত্রাসের রাম রাজত্ব করেছিলে। অসংখ্য নেতাকে গুম করেছে খুন করেছে।  

জামায়াতকে উদ্দেশ্য করে টুকু বলেন, বিগত ৯৬ সালে ৩ সিট পেয়েছিলেন এবার আসেন নির্বাচনে একটি সিট ও পাবেন না। আমরা হিন্দুত্ববাদ চাই না, উর্দু বাদ চাই না সবার আগে আমরা বাংলাদেশ। আপনারা গায়ে ইসলামী লেবাস লাগিয়ে সন্ত্রাসী করবেন তা বাংলাদেশের জনগণ মানবে না।  

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটো, সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।  

দীর্ঘ ১৭ বছর একুশে গ্রেনেড হামলা মামলায় আব্দুস সালাম পিন্টুকে ফাঁসির আদেশ দেন আদালত। এরপর গত ৫ আগস্ট সরকার পতন হলে একুশে গ্রেনেড হামলা মামলায় খালাস পায় আব্দুস সালাম পিন্টু। এরপর রোববার তাকে সংবর্ধনা দেয় জেলা বিএনপি।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।