রমজান মাস উপলক্ষে মাসব্যাপী গণ-ইফতারের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের পাশের গলিতে ইস্কাটন গার্ডেন রোডে প্রতিদিন এই ইফতার আয়োজন চলবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) প্রথমদিনের আয়োজনে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
এ দিন নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দল-মত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিকসহ গণমানুষের সঙ্গে রাস্তায় বসে একসাথে ইফতার করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। পবিত্র রমজান মাসজুড়ে চলবে এ আয়োজন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এফএইচ/এমজেএফ