গাইবান্ধা: গাইবান্ধায় চলমান ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সরকার (৫০) ও যুবলীগ নেতা এটিএম রাশেদুজ্জামান রোকনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে জেলা শহরের হর্কাস মার্কেট এলাকা থেকে রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রাত ১১টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর এলাকা থেকে আব্দুর রশিদ সরকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এটিএম রাশেদুজ্জামান রোকন ফুলছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার এলাকার মৃত্ হাসেন আলীর ছেলে।
অপরদিকে, আব্দুর রশিদ সরকার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে শহরের হর্কাস মার্কেট এলাকা থেকে রাশেদুজ্জামান রোকনকে গ্রেফতার করা হয়েছে।
গেল বছরের ২৬ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।
অন্যদিকে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আগুন ও চুরির ঘটনায় গেল বছরের ২৩ অক্টোবর থানায় মামলা করেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মো. নুরুন্নবী প্রধান। মামলাটির তদন্তকালে ঘটনার সঙ্গে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। গোপন খবরে অভিযোগ চালিয়ে আজ রাতো তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান সংশ্লিষ্ট দুই থানার ওসি।
বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
জেএইচ