ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

রাজনীতি

শহীদ আসিফের পরিবারে পাশে তারেক রহমানের পক্ষে ইফতার নিয়ে ছাত্রদল নেতারা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
শহীদ আসিফের পরিবারে পাশে তারেক রহমানের পক্ষে ইফতার নিয়ে ছাত্রদল নেতারা  

সাতক্ষীরা: গণঅভ্যুত্থানে শহীদ আসিফ হাসানের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইফতার সামগ্রী পৌঁছে দিলেন ছাত্রদল নেতৃবৃন্দ।  

শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুরে আসিফ হাসানের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন তারা।

 

এসময় সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা আসিফের বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

তার সাথে আরও ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, আহছানিয়া মিশন মাদ্রাসার হাফেজ আমিনুর রহমান, শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, নাফিজ আহমেদ ও রাশেদ হোসেন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদল নেতা আরাফাত হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের নেতা লিখন, সাতক্ষীরা ডে নাইট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রনেতা তামীম রশিদ, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ড ছাত্রদলের রাকিবুল ইসলাম প্রমুখ।

এসময় নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যরা  তারেক রহমান ও ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমআরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।