ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

রাজনীতি

স্বনির্ভর বাংলাদেশ গড়তে মানবতার কল্যাণে কাজ করতে হবে: আলাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
স্বনির্ভর বাংলাদেশ গড়তে মানবতার কল্যাণে কাজ করতে হবে: আলাল

ঢাকা: স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশন’ আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত দুস্থ, অসহায় ও দারিদ্র্য মানুষের মাঝে রমজান মাসব্যাপী আর্থিক ও যাকাতের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিশ্ব মানবতার মুক্তির স্লোগান সবার উচিৎ দারিদ্র্য মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দেওয়া। সে লক্ষ্যে দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে।

দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শিহাব খানের সভাপতি ও মহাসচিব অ্যাডভোকেট আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবু সায়েম মো. শাহীনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।