কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দিনগত রাতে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মৎস্যজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রবিউল হক খান মিল্কী (শ্যামল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আলামীন হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন-আপনাদেরকে বারবার তাগিদ দেওয়ার পরেও ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করতে ব্যর্থ হওয়ায় এবং জেলা নেতাদের সামনে দলীয় স্বার্থ পরিপন্থি বক্তব্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে হোসেনপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটিটি বিলুপ্ত ঘোষণা করা হইল। ’
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এসআরএস