ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

রাজনীতি

আমরা নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি: দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
আমরা নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমরা নতুন নারায়ণগঞ্জ গড়ার স্বপ্ন দেখি। আমরা সন্ত্রাস ও যানজট মুক্ত নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি।

আমি আশা করি আমরা চেম্বার নেতারা একসঙ্গে মিলে এ স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো।

বুধবার (১২ মার্চ) ইফতারের পূর্বে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিলে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আজ মাত্র ২১ দিন আমরা চেম্বারের দায়িত্ব নিয়েছি। এ অল্প সময়ে আমরা যে সফলতা পেয়েছি এর পেছনে আমাদের প্রতিটি সদস্যের অবদান রয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করবো।

তিনি আরও বলেন, আমাদের ব্যবসায়ীদের টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আজ ব্যাংকে ১২ থেকে ১৫ শতাংশ সুদ। ব্যাংক ঋণেও সমস্যা। গ্যাসের সাপ্লাইও কম। আমি সরকারের কাছে অনুরোধ করবো আমাদের ব্যাবসা করার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সহায়তা করুন।

ইফতার মহফিলে সব শ্রেণি পেশার মানুষের উপস্থিতি দেখা গেছে। প্রশাসনিক, রাজনৈতিক, ব্যবসায়ীক সব সংগঠনের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর প্রতিনিধিসহ জেলার শীর্ষ ব্যক্তিত্বরা এতে অংশ নেন।  
নারায়ণগঞ্জে এটি এক অন্যরকম ইফতার অনুষ্ঠিত হয়েছে, যেখানে একসঙ্গে সকাইকে অংশ নিতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।