রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপিকর্মী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দিনগত রাতে নিহত বিএনপিকর্মী গানিউল হকের বড়ভাই মোমিনুল হক বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
এছাড়া মিজানসহ দায়েরকৃত মামলায় মোট ৩৭ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, দুপক্ষের সংঘর্ষে বিএনপিকর্মী গণিউল ইসলাম গণি নিহতের ঘটনায় তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে দায়েরকৃত মামলায় হুকুমের আসামি করার বিষয়ে জানতে চাইলে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘটনা ওই ঘটে যায়। পরে তিনি সেখানে গিয়ে ইফতার করেন। এখন কেন তাকে এ মামলায় আসামি করা হলো তা বুঝতে পারছেন না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমনটা করে থাকতে পারে। তিনি বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করবেন। #
আরও পড়ুন>>
নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বিএনপিকর্মীর
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসএস/জেএইচ