ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

রাজনীতি

‘সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
‘সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবে না’ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির

পঞ্চগড়: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবে না।

শনিবার (২২ মার্চ) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, কেউ কেউ এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন। প্রফেসর আলী রীয়াজ সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন। এই ব্যাপারে বিএনপির ভূমিকা বা অবস্থান খুব পরিস্কার। বিএনপি এই ধরনের নির্বাচন চায় না।

তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন মানে আপনি ফ্যাসিস্ট এবং তাদের দোসরদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। নেপালে একটা প্রক্রিয়া করার চেষ্টা করেছে। কিন্তু দুই বছরে তাদের সরকার ৯ বার পরিবর্তন হয়েছে।  

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়াদের প্রতিহতের আহ্বান জানিয়ে নওশাদ জমির বলেন, করজোরে আপনাদের বলছি, আজকে বিএনপির যেসব নেতা-কর্মী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন তারা রাজনীতিবীদ নয়। এরা রাজনৈতিক দুর্বৃত্ত। কোথাও এইরকম অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেখলে তাদের প্রতিহত করুন। রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাঁচাতে হবে। তাই আপনারা প্রতিহত করুন। না হলে আমাদেরকে জানাবেন। আমরা ব্যবস্থা নেব। আবার আপনাদের কাছে অনুরোধ, রাজনৈতিক চাঁদাবাজি, দুর্বৃত্ত, জমি দখল এসবের কোনো কিছুই আপনারা মেনে নেবেন না। রাজনীতিকে ব্যবসার হাতিয়ার বানাবেন না।

তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।