ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান রাসেল গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান রাসেল গ্রেপ্তার গ্রেপ্তার মো. আবু ছায়েম রাসেল

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আবু ছায়েম রাসেলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর সদস্যরা।

শনিবার (২২ মার্চ) র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

গ্রেপ্তার রাসেল জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিগাংটিয়া এলাকার মৃত আবু সাদেকের (ইরাজ ভূঁইয়া) ছেলে। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউপির চেয়ারম্যান।  

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করিমগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামি মো. আবু ছায়েম রাসেল (৪৫)। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে শুক্রবার (২১ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই-জালালাবাদ এলাকা থেকে মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়।  

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।