নাটোর: দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (২৯ মার্চ) দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামে আহত নেতা-কর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপি আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জেলা আহ্বায়ক রহিম নেওয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা নির্বাচন নিয়ে গত সাড়ে ১৫ বছর পার করেছেন। এই সময়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ কারাগারে থেকেছে। এই বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিলেন শেখ হাসিনা। দেশের মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে, ভোটের অধিকার হরণ করেছে। আমরা সেই পুনরাবৃত্তি দেখতে চাই না।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের মানুষ ভোটের জন্য আন্দোলন করেছে, কোনো রাজনৈতিক দল গঠন করার জন্য নয়। এখন দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। মানুষকে আর মিথ্যা আশ্বাস দেবেন না। মানুষ ক্ষেপে গেলে কিন্তু আর কোনো কুল-কিনারা পাবেন না।
দুলু বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে -ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমরা চেয়েছি, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু এ সরকারের বিরুদ্ধে নতুন কোনো রাজনৈতিক দল করার জন্য আমরা রাস্তায় নামি নাই। এ দেশের ছাত্র সমাজ আমাদের অহংকার। তোমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছো। স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছো। শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়েছো। কিন্তু আর যেন নতুন করে দেশে ফ্যাসিবাদ তৈরি না হয়।
নাটোরে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গতকাল যে অস্ত্র পুকুরে পাওয়া গেছে, তা নাটোরের সন্ত্রাসী শিমুলের। এ অন্ত্র দিয়ে শিমুল নাটোরের বিএনপির নেতাদের গুলি করেছেন। তাদের ওপর হামলা করেছেন। সেই অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। আমরা শিমুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, বর্তমান কমিটির যুগ্ম আ আহ্বায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমদু, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।
অনুষ্ঠানে গত জুলাই আন্দোলনসহ দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আহত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তাসহ ঈদসামগ্রী বিতরণ করা হয়। এসময় দলের জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এসআরএস