ঢাকা: কাউন্সিলর পদ কেড়ে নেওয়ার মাধ্যমে সম্মানও কেড়ে নেওয়া হয়েছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের কাছে এ চুক্তি সংশোধনের দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার (২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত কাউন্সিলর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নাগরিকদের রাষ্ট্রই কিন্তু বাংলাদেশ। নির্বাচিত কাউন্সিলররা কেবল নাগরিক নন, তারা তাদের এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সুতরাং তার কাউন্সিলর পদ কেড়ে নেওয়ার মাধ্যমে তার সম্মানও কেড়ে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, তারা যেন এ চুক্তি সংশোধন করে। যৌক্তিক বাছাই করে কাউন্সিলরদের নিয়োগ দেওয়া হোক।
তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছেন এমন মন্তব্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ বলেন, দেশের প্রত্যেকটি প্রশাসনিক সার্ভিস ভেঙে গেছে। ১৯৭১ সালেও এভাবে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যায়নি। গণঅভ্যুত্থান পরবর্তী এ বাংলাদেশ ২.০ করার কথা ছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু দুঃখের বিষয় সে উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমলা নির্ভরতার কারণে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী। কার জন্য কোনটা প্রযোজ্য আর কোনটা প্রযোজ্য না, সেটা যাছাই-বাছাই করার ক্ষমতা তাদের নেই। পুরাতন কর্মচারীরা আওয়ামী দোসরদের সামনে রেখে ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
ইএসএস/আরআইএস
বাংলাদেশ সময়: ৬:৪৩ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /