ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ. লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় জুমার পর বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, মে ৯, ২০২৫
আ. লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় জুমার পর বিক্ষোভ

খুলনা: ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (০৯ মে) জুমার নামাজের পর শিববাড়ি মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

এনসিপি ও জানাক (জাতীয় নাগরিক কমিটি) সংগঠক আহম্মদ হামীম রাহাত বলেন, জুমার নামাজের পর শিববাড়ি মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হবে।

অপরদিকে দ্যা রেড জুলাইয়ের সদস্য সচিব ফজলে রাব্বী জানান, বাদ জুমা খুলনার শিববাড়িতে ব্লকেড কর্মসূচি পালিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জনসাধারণকে ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, তাতে কারো কোনো সন্দেহ নেই। এ দলকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত করার ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিক্ষোভ কর্মসূচিও চলবে।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দল–মত নির্বিশেষে সবাইকে জমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এমআরএম/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।