ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিরপুরে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, মে ১০, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিরপুরে বিক্ষোভ বিক্ষোভ।

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বিক্ষোভ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১০ মে) বেলা ১১টা থেকে জাতীয় নাগরিক পার্টির মিরপুর মডেল থানা কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. এরশাদ সরকারের নেতৃত্বে এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভে সমাবেশে নেতারা অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানান। তারা দিল্লি ও ওয়াশিংটনের স্বার্থ রক্ষা না করে বাংলাদেশের স্বার্থে রাজনীতিতে ভূমিকা রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।  

বিক্ষোভ সমাবেশে নেতারা আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারতের দালালরা, হুঁশিয়ার সাবধান সাবধান। ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর। জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন মিরপুর ইউনানি মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. তামিম রেজওয়ান।  

তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে দেশকে লুণ্ঠন করেছে। দেশকে রক্ষার জন্য আগস্টে স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে দেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।  

তিনি আরও বলেন, আমরা বিদেশিদের কথাতে আওয়ামী লীগকে তাড়াইনি। আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি দেশকে রক্ষা করার জন্য। এখন বিদেশিদের প্রেসক্রিপশনে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, আমরা তাদেরও দেশ থেকে তাড়াবো।

জেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।