ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা জানাতে শাহবাগে জনতার দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, মে ১০, ২০২৫
আ.লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা জানাতে শাহবাগে জনতার দল

ঢাকা: আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলমান ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে জনতার দল।

শনিবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শাহবাগের আন্দোলনে যোগ দেয় দলটি।

এ সময় তাদের হাতে দলীয় ব্যানারসহ জুলাই আন্দোলনে বিভিন্ন পোস্টার দেখা যায়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিভিন্ন স্লোগানও দেন তারা।

জনতার দলের সদস্য সচিব আজম খানের নেতৃত্বে আন্দোলনে অংশ নেন দলটির মুখ্য সমন্বয়ক ডেল এইচ খান, সহ-দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম জুনেদ, সদস্য অধ্যাপক আজরিন সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মহসিন, মেজর (অব.) জাকিরসহ শতাধিক নেতাকর্মী।

দলটির সদস্য সচিব আজম খান বলেন, আজ আমরা জনতার দল আওয়ামী লীগ নিষিদ্ধে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে এসেছি। সারাদেশে আজ দাবি উঠেছে ফ্যাসিস্টদের দল আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার জন্য। এর সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে নিজেই আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছিল। গতকাল অ্যাটর্নি জেনারেল বলেছেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯ এর ধারায় এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া সম্ভব। অস্ত্র হাতে নেওয়ার জন্য ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, অথচ যারা ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছে তাদের কেন ব্যান করা হবে না? যতক্ষণ ছাত্রলীগকে ব্যান করা হবে না, ততক্ষণ জনতার সঙ্গে জনতার দল বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যাবে।  

দলটির মুখ্য সমন্বয়ক ডেল এইচ খান বলেন, আমরা আজ সবাই জনতার দলের পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি। কারণ আমাদের ছাত্র-জনতা এক দফা, এক দাবিতে অটল। তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাইছে। ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। যদি আপনি ডালপালা কাটতে পারেন, তাহলে গোড়া কেন কাটবেন না? এই সংগ্রাম আমাদের ছাত্র-জনতার অস্তিত্বের সংগ্রাম। যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে তাদের একে একে হত্যা করা হবে। আবার আয়না ঘরে ভরা হবে। সুতরাং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করাতে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, জনতার দলের রাজনীতি আগামী নির্বাচনের রাজনীতি নয়। জনতার দলের রাজনীতি আগামী প্রজন্মের রাজনীতি। সুতরাং আমাদের এই প্রজন্মকে রক্ষা করতে হবে।

এদিকে ছাত্র-জনতার অবস্থানের কারণে গতকালের মতো আজও বন্ধ রয়েছে শাহবাগে যান চলাচল। শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টা থেকে শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন ছাত্র-জনতা। এর আগে সেদিন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

একইসঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। পরে সারা রাত তারা শাহবাগে অবস্থান করেন।

সেদিন রাত ১১টার দিকে শাহবাগে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েত ঘোষণা দেন তিনি। একইসঙ্গে অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণাও দেন তিনি।

এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।