ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ. লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ডাক হাসনাতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, মে ১০, ২০২৫
আ. লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে  ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ডাক হাসনাতের শনিবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের গণজমায়েতে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য রাখার সময়ের ছবি

এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সুস্পষ্ট ঘোষণা না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ডাক দেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো রোডম্যাপ পাইনি।

আর এক ঘণ্টার মধ্যে যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না পাই তাহলে মার্চ টু যমুনা ঘোষণা করছি।

শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজধানীর শাহবাগে গণজমায়েতে এই ঘোষণা দেন এনসিপির এই নেতা।

‎হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের কর্মসূচি অনুযায়ী, হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে আমরা অবস্থান করব। যদি প্রয়োজন হয় মার্চ টু যমুনা কর্মসূচি করব।

‎তিনি বলেন, আমরা আর এক ঘণ্টা পরে শাহবাগ থেকে বাংলামোটরের যেই রাস্তাটা রয়েছে, এই পুরো রাস্তাটা দখল করব। সেটার কেন্দ্র হবে রাজসিক মোড়।

‎হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি করবেন না। আমরা আপনাদের এখন পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন।

এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।