বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল।
রোববার (১১ মে) রাজধানীর গুলশান-২ নম্বরে ওয়েস্টিন হোটেলে সাক্ষাৎ করে এম এ মালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনটি।
এ সময় চালক দলের সভাপতি জসীমউদ্দীন কবির বলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক আমাদের চালক দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তাই আমরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফজলে করিম সাগর, সাংগঠনিক সম্পাদক মো. লিটন বেপারী, সহ-সভাপতি মো. সজল খান সুজন ও মুন্সিগঞ্জ জেলা কমিটির নেতারা।