ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খুলনার তারুণ্যের সমাবেশ

জাহাজ-লঞ্চে পাড়ি দিয়ে যোগ দিয়েছেন আড়াই হাজার নেতাকর্মী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, মে ১৭, ২০২৫
জাহাজ-লঞ্চে পাড়ি দিয়ে যোগ দিয়েছেন আড়াই হাজার নেতাকর্মী খুলনার তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছে ভোলার তরুণরা

খুলনা: ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্য সামনে রেখে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিএনপির ‘তারুণ্যের মহাসমাবেশ’-এ অংশ নিতে জড়ো হতে শুরু করেছেন দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত তরুণরা। এরই মধ্যে সবার আগে মাঠে উপস্থিত হয়েছেন ভোলার একঝাঁক প্রাণবন্ত তরুণ।

শনিবার (১৭ মে) বেলা থেকেই ভোলা থেকে আগত এসব তরুণ জাহাজ ও লঞ্চে দীর্ঘ যাত্রা শেষে খুলনায় পৌঁছান। মঞ্চ ফাঁকা পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন, স্লোগান দেন ও স্মরণীয় মুহূর্তের ছবি তুলে রাখেন।

ভোলার যুবকদের নেতৃত্বে থাকা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন, দৌলতখানসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় আড়াই হাজার নেতাকর্মী খুলনায় এসেছেন। কেউ রাতেই পৌঁছে হোটেলে অবস্থান করেছেন, কেউবা এখনও লঞ্চেই অবস্থান করছেন।

চরফ্যাশনের চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টায় রওনা দিয়ে প্রায় সাড়ে ৭ ঘণ্টা ভ্রমণ শেষে রাত দেড়টার দিকে খুলনায় পৌঁছেছি। নুরুল ইসলাম নয়নের এলাকা ভোলা থেকে আমরা এসেছি তারুণ্যের শক্তি দেখাতে, গণতন্ত্রের লড়াইয়ে অংশ নিতে।

খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও দলে দলে তরুণরা সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে খুলনা শহর। গরম ও প্রখর রোদের মধ্যেও মাঠে এসে বসে পড়ছেন তারা। গণতন্ত্রের লড়াইয়ে এগিয়ে থাকতেই তাদের এমন প্রচেষ্টা, বলে জানালেন কয়েকজন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ ‘তারুণ্যের সমাবেশ’ দেশব্যাপী চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবেই গুরুত্ব পাচ্ছে। এই সমাবেশ ঘিরে খুলনায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ আরও অনেকে।

এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।