ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

তারুণ্যের সমাবেশে মঞ্জুর অনুসারীদের শোডাউন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, মে ১৭, ২০২৫
তারুণ্যের সমাবেশে মঞ্জুর অনুসারীদের শোডাউন তারুণ্যের সমাবেশে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা: খুলনায় বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার তারুণ্যের সমাবেশ চলছে।

এ সমাবেশকে কেন্দ্র করে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিশাল মিছিল করা হয়েছে।

মঞ্জুর অনুসারীরা পৃথক মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হন।

শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টায় খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সালাহউদ্দিন আহমদ।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি করি। কে আমাদের ডেকেছে, কে ডাকেনি- এজন্য আমরা কখনো থেমে থাকিনি। কোনো পদে না থাকলেও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত অনুসারী, খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বের প্রতি একান্ত অনুগত, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের ঠিকানা একটা সেটা বিএনপি।  বিগত দিনে ঝুঁকিপূর্ণ কর্মসূচি জীবনবাজি রেখে সম্পন্ন করেছি। তারেক রহমানের নির্দেশনায় আজকের এ বৈচিত্র্যময় ও কার্যকর কর্মসূচিতে আমরা আমাদের ক্যাপ্টেন নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে কয়েক হাজার তরুণ সহযোদ্ধা নিয়ে যোগ দিয়েছি। দলের যে কোনো প্রয়োজনে আমরা বিগত দিনেও সর্বোচ্চ নিয়োগ করেছি ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। পরে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির কমিটি থেকে মঞ্জু অনুসারীদের বাদ দেওয়া হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপির সব নেতাই এখন রকিবুল ইসলাম বকুলের অনুসারী। তারপরও কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীদের সরব উপস্থিতি দেখা যায়।

এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।