ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝে না পাওয়ার পেছনে ফ্যাসিস্ট সরকারের সময় থাকা মেয়র শেখ ফজলে নূর তাপসের ‘দোসরদের’ দায়ী করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
চলমান এই অচলাবস্থার বিষয়ে শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের বিষয়ে আমরা আদালতে যে আবেদনটি করেছি সেখানে ফলাফলের বিষয়টি অবৈধ বলেছি। আদালত এই বিষয়ে বিচার করে যে রায় দিয়েছে, সেটিকে আমরা বৈধ হিসেবে মেনে নিয়েছি।
শপথ গ্রহণ বিলম্বে কাউকে দায়ী করছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কাউকেই দোষী মনে করছি না, এমনকি এই সরকারকেও নয়। তবে আমরা এই সমস্যার সমাধান চাই। আমাদের কাছে মনে হচ্ছে, ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে। এই মামলাটি ছিল নৌকার প্রার্থী তাপস ও তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে। এখন যারা তাদের পক্ষ নিয়ে এই মামলায় বাধা দিচ্ছে, তারা তো সেই ‘দোসরদের’ই লোক হয়ে গেল, তাই না? আমি অন্য কাউকে দোষ দেব না, আমি সব দোষ ওই দোসরদেরকেই দেব।
আন্দোলনের ফলে নগরবাসীর ভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, আমি আন্দোলনের কোনো ঘোষণা বা নির্দেশনা দিইনি। এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে। সিটি করপোরেশনের ভেতরে বা বাইরে যদি কেউ তালা লাগিয়ে থাকে, সেটা আমার জানা নেই। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। তাই আমরা আইনি প্রক্রিয়ার মধ্যেই সবকিছু পরিচালনা করছি। যেহেতু আমি কোনো আন্দোলনের ডাক দিইনি, তাই আন্দোলনকারীদের বলব—তারা যেন এমন কিছু না করেন যাতে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়। তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা আন্দোলন করার অধিকার রাখেন। আমি তাদের আন্দোলন থামানোর কথাও বলতে পারি না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব জায়গায় আন্দোলন হচ্ছে। এখন তারা যদি তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে, আমি তাদের মানা করতে পারি না।
আন্দোলন শান্তিপূর্ণ ও জনভোগান্তিমুক্ত রাখার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, আন্দোলনকারীদের প্রতি আমার অনুরোধ, এমন কিছু যেন না করেন যাতে জনদুর্ভোগ বাড়ে। ”
সংবাদ সম্মেলনে তিনি আরও স্পষ্ট করেন যে, স্থানীয় সরকার উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টার সঙ্গে তার কোনো বিরোধ নেই। পাশাপাশি দ্রুত এই সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ইএসএস/এমজে