ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির একটি প্রতিনিধিদল রওনা হয়েছেন।
শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’য় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে রওনা দেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন-দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
টিএ/এসআইএস